সংগঠনের গঠনতন্ত্র
৩য় ভাগ: সাংগঠনিক কাঠামো
অনুচ্ছেদ-১২: 'আঙ্গারপাড়া একতা বন্ধন' এর সাংগঠনিক পরিষদ
**'আঙ্গারপাড়া একতা বন্ধন'** এর সাংগঠনিক পরিষদ নিম্নরূপ:
- **১.** উপদেষ্টা পরিষদ
- **২.** কার্যনির্বাহী পরিষদ
- **৩.** সাধারণ সদস্য
(১) উপদেষ্টা পরিষদ:
সমাজের বিশেষ কোন ব্যক্তিবর্গের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হবে। এই পরিষদ আঙ্গারপাড়া একতা বন্ধন এর উন্নয়নের জন্য সাধারণ পরিষদ ও কার্যকরী পরিষদ কে পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।
- **১.** কার্যনির্বাহী পরিষদকে প্রয়োজনীয় পরামর্শ দিতে সহযোগিতা করবেন।
- **২.** সদস্যদের মধ্যে কোন কারণে মতানৈকো দেখা দিলে উপদেষ্টা পরিষদ সমাধান করবেন।
- **৩.** সার্বিক পরিকল্পনা প্রণয়নে উপদেষ্টা পরিষদ দিক নির্দেশকের ভূমিকা পালন করবেন।
- **৪.** আঙ্গারপাড়া একতা বন্ধন এর উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করবেন।
- **৫.** বিভিন্ন দাতা গোষ্ঠীর সাথে যোগাযোগ পূর্বক উদ্বুদ্ধ করবেন।
- **৬.** আঙ্গারপাড়া একতা বন্ধন এর কল্যাণে পরামর্শ প্রদান করবেন।
- **৭.** বছরে কমপক্ষে একবার এই পরিশোধ সভা করবেন।
- **৮.** প্রতিষ্ঠানের যে কোন অনুষ্ঠানে যোগদান করবেন।
(২) কার্যনির্বাহী পরিষদ:
এই পরিষদ আঙ্গারপাড়া একতা বন্ধন এর উন্নয়নের জন্য সর্বাধিক কাজ করবেন। এই পরিষদ সংগঠনের যাবতীয় আয়, ব্যয়, বাজেট কর্ম পরিকল্পনার রিপোর্ট তৈরি করবেন।
- **১.** সাধারণ সভাও মাসিক সভা আহ্বান করা।
- **২.** বিশেষ প্রয়োজনের সভাপতির আহব্বানে জরুরী সিদ্ধান্তের মাধ্যমে কোন সিদ্ধান্ত গ্রহণ করা।
- **৩.** সভায় গৃহীত সিদ্ধান্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের যুক্ত স্বাক্ষরে বাস্তবায়িত হবে।
- **৪.** নির্বাহী পরিষদ এ সংগঠনের যাবতীয় কার্যাবলীর চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানকারী ও নীতি নির্ধারক বলে বিবেচিত হবে।
- **৫.** নির্বাহী পরিষদ সংগঠনের সাথে সঙ্গতি রেখে গঠনতন্ত্রে বর্ণিত নেই এমন যেকোনো ধরনের আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
- **৬.** নির্বাহী পরিষদ সংগঠনের বার্ষিক আয় ব্যয়ের হিসাব পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদন করবে।
- **৭.** সংগঠনের উন্নয়ন ও আয় বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
- **৮.** বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য সকল সদস্যকে নির্দেশ প্রদান করবে।
কার্যনির্বাহী পরিষদের গঠন কাঠামো:
কমিটির মেয়াদ: ২ বছর এই সময়ের মধ্যে কমিটির মেয়াদ বহাল থাকবে। মেয়াদ উত্তীর্ণ হলে কমিটি বিলুপ্ত হবে।
- **১.** সভাপতি ১ জন
- **২.** সহ-সভাপতি ২ জন
- **৩.** সাধারণ সম্পাদক ১ জন
- **৪.** সহ-সাধারণ সম্পাদক ১ জন
- **৫.** সাংগঠনিক সম্পাদক ১ জন
- **৬.** সহ সাংগঠনিক সম্পাদক ১ জন
- **৭.** প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ১ জন
- **৮.** সহ প্রচার প্রকাশনা ও বিষয়ক সম্পাদক ১ জন
- **৯.** অর্থ বিষয়ক সম্পাদক ১ জন
- **১০.** সহ অর্থ বিষয়ক সম্পাদক ১ জন
- **১১.** দপ্তর বিষয়ক সম্পাদ ১ জন
- **১২.** ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ১ জন
- **১৩.** শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক ১ জন
- **১৪.** সহ শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক ১ জন
- **১৫.** সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১ জন
- **১৬.** ক্রিয়া বিষয়ক সম্পাদক ১ জন
- **১৭.** সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক ১ জন
- **১৮.** ধর্ম বিষয়ক সম্পাদক ১ জন
- **১৯.** সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ১ জন
- **২০.** আইন বিষয়ক সম্পাদক ১ জন
- **২১.** নারী ও শিশু বিষয়ক সম্পাদক ১ জন
- **২২.** বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ১ জন
- **২৩.** নির্বাহী সদস্য