সংগঠনের গঠনতন্ত্র
২য় ভাগ: সদস্য পদ সংক্রান্ত
অনুচ্ছেদ-৭: সদস্য
**'আঙ্গারপাড়া একতা বন্ধন'** সংগঠনের অর্থ কোন প্রকার ফেরত গ্রহণযোগ্য না। এবং কোন সদস্য অর্থের দাবি দেওয়া করতে পারবে না।
- **ক)** কেবলমাত্র জন্মসূত্রে/পৈতৃক সূত্রে/মাতৃক সূত্রে ইউনিয়নের/উপজেলার/জেলার/বিভাগের/বাংলাদেশী এবং উৎসাহিত ও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, গঠনতন্ত্রের সাথে সমমনা কর্মীগণ এ সংগঠনের সদস্য হতে পারবে।
 - **খ)** **সদস্যর শ্রেণীবিভাগ:** নিম্নরূপ চার প্রকারের সদস্য থাকবে:
                        
- **অ) সাধারণ সদস্য:** শর্তের সাথে সংগতিপূর্ণ যেকোনো নাগরিক টাকা প্রদান সাপেক্ষে ফরম পূরণের মাধ্যমে সাধারণ সদস্য হতে পারবেন।
 - **আ) সহযোগী সদস্য:** শর্তের সাথে সঙ্গতিপূর্ণ প্রবাসী নাগরিকগণ বাৎসরিক ন্যূনতম টাকা প্রদান সাপেক্ষে ফরম পূরণের মাধ্যমে সহযোগী সদস্য হতে পারবেন।
 - **ই) সম্মানিত সদস্য:** শর্তের সাথে সঙ্গতি রেখে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কোন ব্যক্তিকে কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে সম্মানিত সদস্য পদ প্রদান করা হবে।
 - **ঈ) আজীবন সদস্য:** শর্তের সাথে সঙ্গতি রেখে এককালীন টাকা প্রদান সাপেক্ষে ফরম পূরণের মাধ্যমে যে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সংগঠনের আজীবন সদস্য হতে পারবেন।
 
 - **উ)** প্রত্যেক সদস্যকে বাধ্যতামূলক প্রতিমাসে সংগঠনের অনলাইন পেমেন্ট বিকাশ, নগদ, ব্যাংক, একাউন্ট এর মাধ্যমে মাসিক ফি দিতে হবে।
 - **ঊ)** নির্বাহী পরিষদ সদস্যদের মাসিক ফি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
 
অনুচ্ছেদ-৮: সদস্য হওয়ার যোগ্যতা
- **১.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' এর একটি সদস্য হওয়ার ন্যূনতম বয়স ১৪ বছর।
 - **২.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' কর্তৃক নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এবং সরাসরি সংগঠনের সভাপতির কাছে আবেদন করতে পারবে।
 - **৩.** ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী ও মননশীল হতে হবে।
 - **৪.** প্রত্যেক সদস্যকে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসিক চাঁদা দিতে হবে।
 - **৫.** যারা স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের ও এলাকার উন্নয়নের কাজ করার লক্ষ্য সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোন কার্যক্রমে লিপ্ত নয়।
 - **৬.** যারা নিজেদের মেধা সর্বোচ্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ ও এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী।
 
অনুচ্ছেদ-৯: সদস্য পদ বাতিল
- **১.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' কোন সদস্য যদি মানসিক ভারসাম্য হারান।
 - **২.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' এর কোন সদস্য যদি একটানা ৩ মাসের মাসিক চাঁদা প্রদান না করেন।
 - **৩.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' এর কোন সদস্য সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে।
 - **৪.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' এর গঠনতন্ত্র ও নিজ স্বার্থের পরিপন্থী কোন কাজ করেন বা তার স্বভাব আচার আচরণ সংগঠনের অ পরিপন্থী হয়।
 - **৫.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' এর দায়িত্ব ও কর্তব্য যদি যথারীতি পালন না করেন বা সংগঠনের কাজে নিষ্ক্রিয় ও অকর্মণ্য হয়ে পড়েন।
 - **৬.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' প্রাসাঙ্গিক কারণে কোন সদস্যকে বহিষ্কার করার এখতিয়ার সংগঠনের প্রধান ব্যক্তিগণ সংরক্ষণ করেন।
 - **৭.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' কোন সদস্য অত্র সংগঠনের সংবিধান পরিপন্থী কোন কাজ করলে কার্যকরী পরিষদের সভায় তিন চতুর্থ অংশের ভোটে তার সদস্যপদ বাতিল করা হবে।
 - **৮.** 'আঙ্গারপাড়া একতা বন্ধন' যেকোনো সদস্য পদত্যাগ করিতে চাইলে তিনি সংশ্লিষ্ট কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক এর নিকট পদত্যাগ পত্র পেশ করিবেন। কার্যকরী কমিটির সভায় উহা গৃহীত হইলে উক্ত সদস্য পথ বাতিল হইবে অথবা প্রত্যাহারের অনুরোধ জানানো যাইবে।
 - **৯.** স্বেচ্ছায় যদি কোন সদস্য তার সদস্য পদ বাতিল করে এবং উপরের যেকোনো কারণে তার সদস্যপদ বাতিল হয়, উক্ত সদস্যর যদি সদস্যপথ ২ বছর পূর্ণ না হয় তাহলে উক্ত সদস্যর আঙ্গারপাড়া একতা বন্ধন এ কোন প্রকার দাবি গ্রহণযোগ্য নয়। তবে এক্ষেত্রে উক্ত সদস্যর পরিস্থিতি বিবেচনা করে কার্যনির্বাহী পরিষদ যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।