সংগঠনের গঠনতন্ত্র

অনুচ্ছেদ-১৩: কার্যনির্বাহী কমিটির দায়িত্ব, কার্যাবলী এবং যোগ্যতা

  • **(১) সভাপতি:** সংগঠনের প্রধান হিসেবে বিবেচিত হবেন, সকল সভায় সভাপতিত্ব করবেন, নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন এবং তার স্বাক্ষর ছাড়া কোনো প্রস্তাবই অনুমোদিত হবে না।
  • **(২) সহ-সভাপতি:** সভাপতিকে সহযোগিতা করবেন এবং তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
  • **(৩) সাধারণ সম্পাদক:** অফিস নির্বাহী হবেন, সকল প্রকার যোগাযোগ ও চিঠিপত্র ইস্যু করবেন, কার্যক্রম ও প্রকল্প সমন্বয় করবেন এবং বার্ষিক রিপোর্ট ও বাজেট পেশ করবেন।
  • **(৪) সহ-সাধারণ সম্পাদক:** সাধারণ সম্পাদকের সকল কাজে সহায়তা করবেন এবং তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
  • **(৫) সাংগঠনিক সম্পাদক:** সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখবেন, কোন সদস্যের অনুপস্থিতি বা স্বার্থ বিরোধী কাজ নির্ণয় করবেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করবেন।
  • **(৬) সহ-সাংগঠনিক সম্পাদক:** সাংগঠনিক সম্পাদকের কাজে সহযোগিতা করবেন এবং তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
  • **(৭) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:** সংগঠনের প্রচারপত্র, পোস্টার, সংবাদ সম্মেলন, সামাজিক গণমাধ্যম এবং পত্রিকার খবর প্রকাশের দায়িত্বে থাকবেন।
  • **(৮) সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:** প্রচার সম্পাদকের কাজে সহযোগিতা করবেন।
  • **(৯) অর্থ সম্পাদক:** সংগঠনের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, তদারকি এবং প্রতিমাসে কার্যনির্বাহী কমিটির নিকট উপস্থাপন করবেন।
  • **(১০) সহ-অর্থ সম্পাদক:** অর্থ সম্পাদকের কাজে সহযোগিতা করবেন।
  • **(১১) দপ্তর সম্পাদক:** সংগঠনের সমস্ত তথ্য, রিপোর্ট, চিঠিপত্র এবং নথিপত্র সংরক্ষণ করবেন।
  • **(১২) ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক:** ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কাজ পরিচালনা করবেন।
  • **(১৩) শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক:** শিক্ষাসংক্রান্ত যেকোনো কাজে নেতৃত্ব দেবেন এবং শিক্ষার প্রসারে ভূমিকা পালন করবেন।
  • **(১৪) সহ-শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক:** শিক্ষা বিষয়ক সম্পাদকের কাজে সহযোগিতা করবেন।
  • **(১৫) ক্রীড়া বিষয়ক সম্পাদক:** ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবেন এবং ক্রীড়ার উন্নয়নে পরামর্শ দেবেন।
  • **(১৬) সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক:** ক্রীড়া বিষয়ক সম্পাদকের কাজে সহযোগিতা করবেন।
  • **(১৭) ধর্ম বিষয়ক সম্পাদক:** সংগঠনের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবেন।
  • **(১৮) সাহিত্য, সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা, ম্যাগাজিন প্রকাশ এবং সাহিত্য উন্নয়নে কাজ করবেন।
  • **(১৯) আইন বিষয়ক সম্পাদক:** সংগঠনের আইন বিভাগ পরিচালনা করবেন এবং সদস্যরা গঠনতন্ত্র মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করবেন।
  • **(২০) নারী ও শিশু বিষয়ক সম্পাদক:** দুস্থ, নিরক্ষর, অসহায়, নির্যাতিত মহিলা ও শিশুদের সংগঠিত করবেন এবং তাদের কল্যাণে কাজ করবেন।
  • **(২১) পরিবেশ বিষয়ক সম্পাদক:** পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করবেন এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পরিষদকে অবহিত করবেন।
  • **(২২) নির্বাহী সদস্য:** সাংগঠনিক যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন এবং কমিটির সকল কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করবেন।
  • **(২৩) সাধারণ সদস্য:** সাধারণ সদস্যদের যোগ্যতা ৭ (সাত) ধারা মোতাবেক করা হবে।

অনুচ্ছেদ-১৪: সংগঠনের তহবিল সংক্রান্ত বিষয়াবলী

‘আঙ্গারপাড়া একতা বন্ধন’ এর সদস্যদের প্রাথমিক সদস্য ফি এবং মাসিক চাঁদা সংগঠনের তহবিলের প্রধান উৎস হিসেবে গণ্য হবে।

অনুচ্ছেদ-১৭: বিবিধ

নির্বাহী পরিষদের বিবেচনায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনায় সরল বিশ্বাসে কৃত কোন কাজের জন্য কোন সদস্য/কর্মকর্তা দেওয়ানী/ফৌজদারী মোকদ্দমার সম্মুখীন হলে সংগঠন তাকে আর্থিক সহায়তা সহ প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদান করবে।

অনুচ্ছেদ-২৪: বিধি ও আইনের প্রাধান্য

অত্র গঠনতন্ত্রের যা-কিছু উল্লেখ থাকুক না কেন উক্ত সংগঠনটি ১৯৬১ সনের ৪৬ নং অধ্যাদেশের আওতায় এবং দেশের প্রচলিত আইনানুযায়ী ও সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে সকল কার্যক্রম পরিচালিত হবে।

অনুচ্ছেদ-২৫: সংগঠনের বিলুপ্তি

যদি কোন অনিবার্য কারণে সংগঠনের বিলুপ্তির প্রশ্ন ওঠে তবে সংগঠনের সকল দায়দেনা কার্যনির্বাহী পরিষদ কর্তৃক পরিশোধ করে মোট সদস্যের নূন্যতম ৩/৫ (তিন পঞ্চামাংশ) সাধারণ সদস্যের সিদ্ধান্তক্রমে সংগঠনের বিলুপ্তি করা যাবে।

আমাদের দর্শন

আমরা চাই সমাজের গরিব, দরিদ্র সকলেই যাতে তাদের মৌলিক অধিকার পায়। সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। এই প্রচেষ্টায় আমাদের সহযোগী সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস, কর্মকর্তা, কর্মচারী, সাধারন জনগন। আমরা চাই সবাই মিলে একসাথে এই প্রচেষ্টায় সফলতায় পৌঁছাব।

গুরুত্বপূর্ণ লিংক

  • জেলা প্রশাসক, দিনাজপুর
  • UNO অফিস
  • সমাজসেবা অধিদপ্তর
  • আঙ্গারপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার
  • আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ
  • খানসামা দিনাজপুর

**যোগাযোগ করুন:** মোবাইল : ০১৩০৬-৩৬৮৪০৫, গ্রাম: আঙ্গারপাড়া, ডাকঘর: বাংলাবাজার, উপজেলা :খানসামা, জেলা: দিনাজপুর।